আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নাচনাপাড়া এলাকার শীতার্ত ও অসহায় পরিবারকে আমন্ত্রণ জানিয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ইউএনও কাউছার হামিদ নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে উপকৃত শীতার্তরা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিয়মিতভাবে নিজ গাড়িতে করে বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং গাড়িতে রাখা কম্বল তাৎক্ষণিকভাবে অসহায়দের মাঝে বিতরণ করেন। রাস্তাঘাটে কিংবা যেখানেই শীতার্ত অসহায় মানুষ দেখেন, সেখানেই কম্বল তুলে দেন তিনি।
উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছে।