নয়নাভিরাম গাইন (নয়ন)।। কলাপাড়ায় সাবেক উপজেলা নারী ভাইসচেয়ারম্যান শাহীনা পারভীন সিমার স্বামী রেফাতুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন।
বুধবার (০৭ জানুয়ারী) সকাল আনুমানিক ১১ টার দিকে কলাপাড়া পৌর শহরের তার শ্বশুর পটুয়াখালী ০৪ আসনের সাবেক সংসদ সদস্য মো.আনোয়ারুল ইসলাম মিয়ার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রেফাতুল ইসলাম পার্শ্ববর্তী আমতলী উপজেলার পশ্চিম পাটুয়া গ্রামের বাসিন্দা আমতলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মরহুম জহিরুল ইসলাম'র পুত্র।
মৃত রেফাতুল ইসলাম কর্মজীবনে মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ঢাকা শহীদ আনোয়ার গার্সল স্কুল এন্ড কলেজের অবঃ সিনিয়র শিক্ষক সবশেষে কলাপাড়া আনোয়ারুল ইসলাম মিয়া স্কুল এন্ডকলেজ'র প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোকাহত তার স্বজনরা।