আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাদ্রাসা শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মো. আবুতালেব ইভান মাতব্বর।
শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তার এ কৃতিত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদসহ সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাক্ষর করেন।
উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতা, পাঠদানের দক্ষতা যাচাই এবং সার্বিক মূল্যায়নের মাধ্যমে মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে তাকে নির্বাচিত করা হয় বলে জানা গেছে।
শিক্ষা কার্যক্রমের বাইরে সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রভাষক ইভান মাতব্বর। তিনি বর্তমানে উপজেলা মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিপিপি নীলগঞ্জ ইউনিয়ন শাখার ডেপুটি টিম লিডার, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’-এর প্রধান উপদেষ্টা এবং ক্রীড়া সংগঠন ‘প্রিয়জন কল্যাণ পরিষদ’-এর সভাপতির দায়িত্বে রয়েছেন।
এলাকাবাসীর কাছে তিনি একজন নিবেদিত শিক্ষক হিসেবেই নয়, বরং সমাজসেবক ও ক্রীড়া সংগঠক হিসেবেও সুপরিচিত।
শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটি, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রভাষক ইভান মাতব্বর বলেন,“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। সকলের দোয়া চাই-যেন শিক্ষা ও মানবসেবার পথে সারাজীবন কাজ করে যেতে পারি।”