আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মোঃ সজীব তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে লালুয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সজীব তালুকদার লালুয়া ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কলাপাড়া থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা রয়েছে।