ফোরকানুল ইসলামঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে কলাপাড়া উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা।
১৯৪০ সালে মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দ্বীনি ও আধুনিক শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬০০ জনেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং পরীক্ষার ফলাফলেও মাদ্রাসাটি ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, “অজপাড়া গাঁয়ে অবস্থিত হলেও আমরা শিক্ষার মান বজায় রেখে শিক্ষাদানে এগিয়ে যাচ্ছি। জাতীয় শিক্ষা সপ্তাহে এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা।”
সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন বলেন,“দক্ষ প্রিন্সিপাল, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ পরিচালনা কমিটির সঠিক নেতৃত্ব ও সহযোগিতার কারণেই আমরা মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছি।”
গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট শাহজাহান পারভেজ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষক ও কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই অর্জনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।