মোঃ মাহতাব হাওলাদার, মহিপুরঃ মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদ রিপনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় মহিপুর প্রেসক্লাবের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক জাহিদ রিপনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সাহসী, নীতিবান ও আপসহীন সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম-অবিচারের বিরুদ্ধে তিনি আজীবন সোচ্চার ছিলেন। তাঁর অকাল প্রয়াণ শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো উপকূলীয় এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. সজিব হাওলাদার, মহিপুর থানা যুবদলের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান মিলন, লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, অর্থ সম্পাদক এম. পলাশ সরকার, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান, মাহতাব হাওলাদার, সদস্য মাসুদ তালুকদার, মাইনুদ্দিন আল আতিক, মো. সালাউদ্দিন সানি, ফরাজী মো. ইমরান, সহযোগী সদস্য আল-আমিন অনিকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে মরহুম সাংবাদিক জাহিদ রিপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।