কুয়াকাটা প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে উপকূলীয় পর্যটন নগরী কুয়াকাটায় প্রথমবারের মতো বৃহৎ পরিসরে রোবোটিকস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটার একটি আবাসিক হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (BDRO)-এর সহযোগিতায় আয়োজিত “IROC Bangladesh Robotics Workshop–2026” শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মো. নিয়াজ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।
প্রধান অতিথির বক্তব্যে কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, আধুনিক বিশ্ব প্রযুক্তিনির্ভর। ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এমন রোবোটিকস প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।
তিনি আরও বলেন, কুয়াকাটাকে শুধু পর্যটন নগরী নয়, প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিয়মিত এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের চিফ রোবোটিকস কোচ মিশাল ইসলাম, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সিলভার মেডালিস্ট আবরার আবির, মেন্টর রুদ্র চৌধুরী তুর্য এবং ব্রোঞ্জ মেডালিস্ট খন্দকার মুশফিকুল ইসলাম। তারা শিক্ষার্থীদের হাতে-কলমে রোবোটিকসের প্রাথমিক ধারণা, সহজ রোবট নির্মাণ কৌশল এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, কর্মশালাটি একাধিক ব্যাচে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রতিটি ব্যাচের সেরা শিক্ষার্থীকে রোবট তৈরির বেসিক কিট প্রদান করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টদের মতে, উপকূলীয় অঞ্চলে প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসারে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।