আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা মোঃ ফেরদৌস মুন্সী (৩৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার (১৪ জানুয়ারি) মধুখালী হাই স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, মাওলানা আব্দুল মালেক, সামসুল হক, মোঃ আলী হাওলাদার, রুহুল আমিন খান, ইউসুফ আলী হাওলাদার, কে এম রফিকুল ইসলাম, নিহতের ভাই তাওহীদ মুন্সী এবং বোন হাওয়া বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাত ৯টার পর থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিনদিন পর রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাড়ির পাশের মধুখালী লেকের পাড়ে কাঁদা মাটিচাপা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা প্রথমে সেখানে নতুন মাটির স্তুপ দেখতে পেয়ে সন্দেহ হলে মাটি খুঁড়ে মরদেহটি দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় নিহতের বোন হাওয়া বেগম সোমবার (১২ জানুয়ারি) কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহতের আপন ভাই ফোরকান মুন্সী (৪৫) ও লালুয়ার হাসনাপাড়া গ্রামের রুবেল খান (৪১)-কে গ্রেফতার করেছে। নিহত ফেরদৌস মুন্সী পশ্চিম মধুখালী গ্রামের রহমান মুন্সীর ছেলে।
এ বিষয়ে কলাপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ফোরকান জানান, “তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে।”