আপন নিউজ ডেস্কঃ পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন বানাতিবাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনিবাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম সাউগার। প্রধান অতিথির বক্তব্য রাখেন পায়রাবন্দরের শিপ হ্যান্ডেলিং অপারেটর শাহাদাত তালুকদার। বন্দরের পণ্য খালাস কার্যক্রমের কর্মকৌশল নিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম, যুবদল নেতা হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে কয়েক শ’ সদস্য উপস্থিত ছিলেন।