আপন নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের মধ্যে প্রচারণা এবং ভোটদানে উদ্বুদ্ধ করতে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১জানুয়ারি) সকালে কলাপাড়া পৌর শহরে নাচনাপাড়ায় অবস্থিত উম্মুলক্কুরা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি ও কলাপাড়া আইডিয়াল স্কুলের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গণতন্ত্রের চর্চা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উম্মুলক্কুরা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির পরিচালক ডা. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মুন্সি এবং কলাপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ রেজা। এছাড়া শিক্ষক মোঃ বশির আহমেদ, মোঃ মেহেদী হাসানসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভোটাধিকার একটি মৌলিক নাগরিক অধিকার। আগামী নির্বাচনে সকল ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন, সে বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
সমাবেশ শেষে অভিভাবকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।