আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নাওভাঙ্গা এলাকায় বেপরোয়া ঢাকাগামী একটি বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরপাড়া এলাকার বাসিন্দা। এলাকাবাসীর কাছে তিনি ‘বেগম পাগলী’ নামে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরীফ হোসেন জাকির জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া রয়েছে।