আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোঃ শাহজালাল হাওলাদার (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা হায়দার আলী হাওলাদার (৮০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে মহাসড়কের উমেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজালাল হাওলাদার লতাচাপলী ইউনিয়ন পরিষদের দফাদার ছিলেন। তিনি লতাচাপলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাজুরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শাহজালাল হাওলাদার তাঁর বাবা হায়দার আলী হাওলাদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কলাপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস উমেদপুর এলাকায় তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর বাবা হায়দার আলী হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।