আমতলী প্রতিনিধিঃ ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক পেয়েই বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের দুই প্রার্থী প্রচারে নেমে পরেছেন। তারা হলেন জাতীয়তাবাদি দল-বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ ওলী উল্লাহ। তারা জোড়ে শোরে প্রচারনা শুরু করেছেন। এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি-জেপি প্রার্থী জামাল হোসাইন প্রচারনা শুরু করেনি।
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে জাতীয়তাবাদি দল-বিএনপির প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ ওলী উল্লাহ, খেলাফল মজলিস প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি- জেপি মোঃ জামাল হোসাইন। এ চারপ্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ হলেও বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী প্রচার প্রচারনায় নেমেছেন। অপর দুইজন প্রার্থীর কোন প্রচারনা নেই।
শুক্রবার খোজ নিয়ে জানাগেছে, তিনটি উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর প্রচারনা চলছে। এছাড়া ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় পার্টি- জেপি প্রার্থীর পক্ষে কোন প্রচারনা দৃশ্যমান হয়নি।
জাতীয় পার্টি- জেপি প্রার্থী জামাল হোসাইন বলেন, গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। তবে দ্রুত সময়ের মধ্যেই প্রচারনা শুরু করবো।
১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রচারনা শুরু করবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মোঃ ওলী উল্লাহ বলেন, প্রতিক পেয়েই তিনটি উপজেলার সর্বত্র প্রচারনা শুরু করেছি। আচরণ বিধি মেনেই প্রচারনা চলছে।
বিএনপির প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, আচরণ বিধি মেনে জোড়ে শোড়ে প্রচারনা চালানো হচ্ছে। তিনটি উপজেলার প্রত্যেক ইউনিয়নে প্রচার চলছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, সকল প্রার্থীকেই আচরণ বিধি মেনে প্রচার চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু আচরণ বিধি লঙ্ঘন হলে কোন ছাড় দেয়া হবে না।