আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চাপায় গত দুই দিনে এক মানসিক ভারসাম্যহীন নারী ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের এক দফাদার নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে মহাসড়কের উমেদপুর এলাকায় ঢাকা থেকে আগত হানিফ পরিবহনের একটি বাসের চাপায় লতাচাপলী ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ শাহজালাল হাওলাদার (৫০) নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা হায়দার আলী হাওলাদার (৮০) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল হাওলাদার তাঁর বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কলাপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত হায়দার আলী হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এর আগের দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নাওভাঙ্গা এলাকায় বেপরোয়া ঢাকাগামী একটি বাসের চাপায় ‘বেগম পাগলী’ নামে পরিচিত এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে এসে ওই নারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া বাস চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি