আপন নিউজ ডেস্কঃ নিখোঁজ থাকার তিন দিন পর মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর এলাকা থেকে কলাপাড়া উপজেলার সেরাজপুর গ্রামের বাসিন্দা তরুণ কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম (৪২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) মরদেহ উদ্ধারের পর তার গ্রামের বাড়িতে নেমে আসে গভীর শোক।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, মোঃ শহীদুল ইসলাম বুধবার সকালে ঢাকার গুলশান এলাকা থেকে ব্যাংকের একটি কাজ শেষ করে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। তবে দুপুরের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।
শহীদুল ইসলাম স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বরিশালে বসবাস করতেন। তার বড় ছেলের বয়স আট বছর এবং ছোট ছেলের বয়স তিন বছর। তিনি সেরাজপুর গ্রামের মতিউর রহমানের সন্তান। তার বাবা-মা দুজনই জীবিত আছেন। একমাত্র ভাই এরশাদুল ইসলাম একটি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় তার একমাত্র বোনের মৃত্যু হয়।
নিহতের খালাতো ভাই রনি দফাদার জানান, মোঃ শহীদুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি-তে (CIMMYT) গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী ও সুশৃঙ্খল ছিলেন।
নিখোঁজের পর তার মরদেহ উদ্ধারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। বর্তমানে সেরাজপুর গ্রামজুড়ে চলছে শোক ও মাতম। স্বজনরা এখনো এই মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ।