আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত ও কাঁচা দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
সেনা সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে কলাপাড়া আর্মি ক্যাম্পের অধীন দুটি পৃথক টহল দল উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোম্পানিপাড়ায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৬০ লিটার প্রস্তুত দেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
এছাড়া অভিযানে প্রায় ১ হাজার ৯০০ লিটার কাঁচা ও অপরিশোধিত দেশি মদ জব্দ করা হয়, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উলান (২৮), মোমিইয়া (৩৪), চৌমাংসিং (৪৯), চৌসি (৩২)।
পরবর্তীতে রাত আনুমানিক ০৩টা ৫০ মিনিটে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত কাঁচা ও অপরিশোধিত দেশি মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় অবৈধ মাদক ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।