আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দারোগার তবক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. খলিল (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাস্তার পাশ থেকে বালু উত্তোলনের সময় তাকে আটক করা হয়। অভিযানে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫(১) ধারায় তাকে দণ্ডিত করা হয়।
অভিযান চলাকালে কলাপাড়া থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বলে জানা গেছে।