আমতলী প্রতিনিধিঃ রেইন্টি গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক মাখম হাওলাদার (২৮) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলার পাতাকাটা গ্রামে।
জানাগেছে, আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের গাছ ব্যবসায়ী লিটন গাজী ওই গ্রামের অশোক সজ্জলের রেইন্টি গাছ ক্রয় করেন। মঙ্গলবার সকালে শ্রমিক মাখম হাওলাদারকে নিয়ে ব্যবসায়ী লিটন গাজী ওই গাছ কাটতেছিল। ওইদিন বিকেলে একটি রেইন্টি গাছের ডাল কাটতে ওঠে শ্রমিক মাখম হাওলাদার। ওই গাছের ডাল থেকে ছিড়কে তিনি নীচে পড়ে যায়।এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত্যু ঘোষনা করেছেন।
গাছ মালিক অশোক সজ্জন বলেন, লিটন গাজীর কাছে গাছ বিক্রি করেছি। গাছ থেকে ছিটকে মাখম হাওলাদার নীচে পড়ে গুরুতর আহত হয়েছে।
গাছ ব্যবসায়ী লিটন গাজী বলেন, মাখম হাওলাদার রেইন্টি গাছের ডাল কাটতেছিল। ওই সময় ডাল থেকে ছিটকে নীচে পরে শ্রমিক মাখম মারা গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মাখম হাওলাদারকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।