আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার দুটি রাখাইন পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পরিচালিত অভিযানে প্রায় ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেকের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী কার্যালয়ের সহযোগিতায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, কলাপাড়ার পক্ষীয়াপাড়া রাখাইন পল্লী থেকে ৩০ লিটার এবং সোনাপাড়া রাখাইন পল্লী থেকে ৭০ লিটারসহ মোট ১০০ লিটার ঐতিহ্যগতভাবে তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানের শুরুতেই প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মদ উৎপাদনের সঙ্গে জড়িত পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক বা আইনগত শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।