আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে মো. আল আমিন (১৮) নামে এক যুবক আ/ত্ম/হ/ত্যা করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোন্দা আবাসনের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন ওই এলাকার খোকন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় আল আমিন ঘরের ভেতরে একাই ছিলেন।
বিকেলে তার মা মোসাঃ নুপুর বেগম বাড়িতে এসে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ছেলেকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আল আমিনকে নামান এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আল আমিনকে মৃত ঘোষণা করেন। কি কারণে আ/ত্ম/হ/ত্যা করেছে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কলাপাড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।