প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২০, ৬:১৮ অপরাহ্ণ
আমতলীতে সড়ক দূর্ঘটনায় আহত-৪

আমতলী প্রতিনিধিঃ
পটুয়াখালী-আমতলী মহাসড়কের উতশিতলা নামক স্থানে রোগী বহনকারী ইজিবাইকে চাকা পামচার হয়ে তিনজন আহত হয়েছে। আহত চারজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে।
জানাগেছে, তালতলী উপজেলার বাদুরগাছা গ্রামের আবদুর রহমানের কন্যা সোনিয়াকে পটুয়াখালী চিকিৎসক দেখিয়ে ইজি বাইকে বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের উতশিতলা নামক স্থানে ইজিবাইকের সামনের চাকা পামচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই ইজিবাইকের চালক দুলাল, রোগী সোনিয়া, রোগীর স্বজন হারুন মিয়া ও ডলি বেগম আহত হয়। স্থানীয়া আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.