প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২০, ৬:৪৬ অপরাহ্ণ
আমতলী পৌরসভার এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে এক হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সোমবার পৌরসভা প্রাঙ্গণে সামাজিক সুরক্ষা বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন করেন ইউএনও মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরুন কুমার ভক্ত, পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ,আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন প্রমুখ। এক হাজার পরিবারের প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, ডাল দুই কেজি,আলু দুই কেজি ও পিয়াজ ১ কেজি, তেল ১ কেজি ও একটি করে সাবান দেয়া হয়।
Copyright © 2025 আপন নিউজ. All rights reserved.