প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২০, ৭:০৮ অপরাহ্ণ
করোনা; কলাপাড়ায় আরও ৬ জনের নমুনা সংগ্রহ

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় করোনাভাইরাস সন্দেহে আরো ৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরতে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার এ নতুন করে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।
কলাপাড়া হাসপাতাল সূত্র জানা গেছে, বাড়ীতে কোয়ারেন্টাইনে আছে ৯ জন ও ঠিকানা অবস্থা চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি রয়েছেন ২ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার বলেন, এর আগে যে দুইজনের নমুনা আইইডিসিআরতে পাঠানো হয়েছে।
রিপোর্ট খারাপ হলে রিপোর্টগুলো দ্রুত হাতে পেতাম। তাই আশা করি রিপোর্ট ভালো আসবে।
আতঙ্ক হওয়ার মত কিছুই হয়নি, তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কলাপাড়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগী নাই বলতেই চলে। তবে উপরের নির্দেশে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরতে পাঠাচ্ছি। আশাকরি এসব রিপোর্টও ভালো আসবে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সর্বক্ষণ রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.