প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২০, ১২:৫৮ অপরাহ্ণ
নারায়নগঞ্জ থেকে তবলীগ জামাত কলাপাড়ায় ফেরা ২৯ জন কোয়ারেন্টাইনে

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ
কলাপাড়ায় তবলীগ জামাত এবং নারায়নগঞ্জ থেকে ফেরা ২৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় তবলীগ জামাত থেকে বৃহস্পতিবার ভোররাতে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল থেকে এদের ১০জনের একটি দলকে নাচনাপাড়া গ্রামের পীর বাড়ির মসজিদে এবং চারজনের একটি দলকে খেপুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া ১৫ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। মোট ৩৮ জনের মধ্যে চারজনের হোম কোয়ারেন্টাইন মহিপুর থানা পুলিশ নিশ্চিত করেছে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এবং উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার এখবর নিশ্চিত করেছেন। তবে তবলীগ জামাতের যে গ্রুপটি ঢাকা, নারায়নগঞ্জ থেকে ফিরেছেন তাদের আমির মোহাম্মদ হেমায়েত উদ্দিনের বরাত দিয়ে ইউএনও জানান, এই দলের মোট সদস্য সংখ্যা ছিল ৫০ জন। যারা এখনও কোয়ারেন্টাইনে আসেনি তাদের তালিকা সংগ্রহ করে প্রত্যেকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। ইতোপূর্বে আরও ৯ জন হোম কেয়ারেন্টাইনে রয়েছেন। এনিয়ে কলাপাড়ায় মোট ৩৮ জনের কোয়ারেন্টাইন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.