নিজস্ব প্রতিবেদকঃ
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ।
কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কলাপাড়া সরকারি মোজাহারউদ্দীন অনার্স কলেজ শাখা।
বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরন ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী এর ব্যক্তিগত পর্যায়ে নিম্নমধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী চালু রয়েছে ভ্রাম্যমান ফ্রী সবজি বাজার।
একই সঙ্গে খাদ্য সহায়তা পাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতরা। এদিকে শহর-গ্রামের রাস্তায় জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে।
সরকারি এমবি কলেজ ছাত্রলীগ এর সাধারন সম্পাদক হাসানুজ্জামান (অমি গাজী) বলেন,
১১৪ পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব কাকার সহয়তায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে.. ইতিমধ্যে আমরা দুই শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এছাড়া হ্যান্ড স্যানিটাইজার সাবান মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে এর পাশাপাশি আমাদের চালু রয়েছে ভ্রাম্যমান সবজি বাজার ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে,দেশের এই ক্রান্তিলগ্নে সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।