প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২০, ৬:২৪ অপরাহ্ণ
কলাপাড়ায় সরকারি খাস খাল বাঁধ দিয়ে মাছের ঘের করার অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় সরকারি খাস খাল বাঁধ দিয়ে মাছের ঘের করার অভিযোগ পাওয়া গেছে।
ওই খালটি বাঁধ দেওয়ার কারণে কৃষি কাজের জন্য কোন পানি আসেনা। এতে হতাশ হয়ে পড়ছে কৃষকেরা।
উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয়রা বাঁধ সরিয়ে নেওয়ার জন্য গেলে স্থানীয় মোঃ মামুন গাজী (৩৫) কে জখম করেছে ঘের দখলবাজরা।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে ১৫ এপ্রিল বেলা ১০ টায় এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় একই এলাকার মো: নজরুল দালাল, মোসা: হালিমা বেগম, মো. লোকমান সিকদার, মোসা: সুমা বেগম, মো: বাদল পঞ্চায়েত, মো: নাসিম হাওলাদার কে আসামী করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে , আসামিরা মামুনের বাড়ির পাশাপাশি বাড়ি।
ইতিপূর্বে সরকারি জমি খাস খাল বাঁধ দিয়ে মাছের ঘেরে করে আসছে আসামীরা। এবং ওই ঘেরের মাছ ধরে নিয়েছে।
এলাকার গরু ছাগল সহ কৃষি কাজে ব্যবহারের জন্য কোন পানি না থাকায় এলাকার লোকজন কষ্ট করে হয়। কোন উপায় না পেয়ে এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারের অবহিত করেন।
অভিযোগ ভিত্তিতে তদন্ত করলে সত্যতা পেলে স্থানীয় লোকজনদের বাঁধটি কাটার নির্দেশ দেন।
স্থানীয়রা বাঁধটি কাটতে গেলে বাধা প্রদান করে আসামিরা। এর একপর্যায়ে মামুন গাজী কে খোন্দা দিয়ে আঘাত করে। এতে সে তার ডান পায়ে আঘাতে জখম হয়।
স্থানীয়রা তার উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে এনে চিকিৎসা দেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.