প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২০, ৮:০৪ অপরাহ্ণ
আমতলীতে ঔষধের দোকানে চুরি

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার গোজখালী বাজারের জসিমের ঔষধের দোকানে শুক্রবার গভীর রাতে চুরি সংগঠিত হয়েছে। চোর চক্র দোকানের অন্তত তিন লক্ষ টাকার ঔষধ নিয়ে গেছে।
জানাগেছে, উপজেলার গোজখালী বাজারে জসিম খলিফা দীর্ঘদিন ধরে ঔষদের ব্যবসা করে আসছিল। শুক্রবার গভীর রাতে চোরচক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে দোকানে থাকা সমুদয় ঔষধ নিয়ে যায়। পরে তারা ঔষধ নিয়ে বক্সগুলো খালের পাশে ফেলে রাখে। এ ঘটনায় এলাকায় চা ল্যের সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, চোর চক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে দোকানের তিন লক্ষ টাকার ঔষধ নিয়ে গেছে। তিনি আরো বলেন, চোরেরা ঔষধের বক্সগুলো খালের পাশে ফেলে রেগে গেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.