প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৮:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২০, ৬:৫১ অপরাহ্ণ
আমতলীতে সাংবাদিকদের মাঝে পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছেন। রবিবার আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারকে এ পিপিই প্রদান করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করছে আমতলী উপজেলার সাংবাদিকরা। এ সকল সাংবাদিকদের সামাজিক নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরন করেছেন আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। রবিবার তিনি আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের হাতে তিনটি পিপিই প্রদান করেন। চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের ব্যক্তিগত তহবিল থেকে সাংবাদিক ইউনিয়নসহ আমতলী উপজেলার কর্মরত ১৫ জন সাংবাদিকের মাঝে পিপিই প্রদান করেন।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। সাংবাদিকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রয়োজন। তাদের প্রয়োজনীয়তা অনুভব করেই উপজেলায় কর্মরত ১৫ জন সাংবাদিককে ১৫ টি পিপিই প্রদান করা হয়েছে।
Copyright © 2024 আপন নিউজ. All rights reserved.