প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২০, ৯:১৫ অপরাহ্ণ
কলাপাড়ায় স্থানীয় সংবাদকর্মী কে মারধর

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় করোনাভাইরাস দূরত্ব বজায় রাখার জন্য খেলাধুলা করতে বাধা দেওয়ায় স্থানীয় সংবাদকর্মী ফিরোজ তালুকদার কে মারধর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্র জানা গেছে, চরচান্দুপাড়া বুড়োজালিয়া জেলে ঘাট স্টান্ডে থাকা ইব্রাহীম, কাওসার, জুয়েল হাওলাদার, জামাল হাওলাদার, রিপন হাওলাদার, মাহাববু সহ ১০/১৬ জন এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফিরোজ তালুকদার কে মারধর করা হয় এবং খুন জখমের হুমকি দেয়।
এ ঘটনায় রাতেই ফিরোজ কলাপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। এব্যাপরে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.