প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২০, ৪:৫৯ অপরাহ্ণ
কলাপাড়ায় এম এম বিল্ডার্স এর খাদ্য সামগ্রী বিতরণ

জি এম এন মোর্শ্বেদ, নিজস্ব প্রতিবেদকঃ
কলাপাড়ার মধ্যটিয়াখালী করোনা মহামারীতে অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পায়রা বন্দর ফোর লেন ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স।
সামাজিক দুরত্ব বজায় রেখে দুই শতাধিক পরিবারকে ১০ কেজি চাল,৫ কেজি আলু,১ কেজি পিঁয়াজ, ১ কেজি বুট, ১ লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি, ১ কেজি লবন ও ১টি সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির জিএম মোঃ মজিবর রহমান সাগর,কো-অর্ডিনেটর মনিরুজ্জামান লিটু, প্রজেক্ট ম্যানেজার বিকাশ রায়,ল্যান্ড ম্যানেজার গাজী আব্বাস উদ্দিন ও কর্মকর্তা মো বাবুল।
জিএম সাগর জানান, দেশের বিভিন্ন স্থানে তাদের কোম্পানি অসহায় পরিবারের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে এবং এরই ধারাবাহিকতায় কলাপাড়ায় তাদের এই সাহায্য অব্যহত থাকবে।
সহায়তা প্রাপ্ত আ.জব্বার জানান, অনেকেই নামে মাত্র সাহায্য সাহায্য করে, দুএকদিন টানেমানে চলে, তবে এই কোম্পানির সাহায্যে অনেকদিক চলবে অনেক উপকার হইল।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.