প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২০, ৯:২৪ অপরাহ্ণ
বাউফলে গরু আনতে গিয়ে এক কৃষকের মৃত্যু

বাউফল প্রতিনিধি:
বাউফলে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামে। বজ্রপাতে মারা যাওয়া ওই কৃষকের নাম মো. নুর হোসেন মৃধা (৩৮)। এসময় তার সাথে থাকা একটি গরুও মারা যায়।
জানা গেছে, ভোরবেলা কৃষক নুর হোসেন তার গোয়াল ঘর থেকে বাড়ির পাশ্ববর্তী একটি মাঠে গরু বেঁধে রেখে আসেন। দুপুর ১২টার দিকে আকাশে মেঘ ও হালকা বৃষ্টি হলে তিনি গরুটি আনার জন্য ঘর থেকে বের হন। গরুটি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তার সম্পূর্ণ শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনি এবং গরুটি মারা যায়। নিহত নুর হোসেন তিন ছেলে ও এক মেয়ের জনক।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.