প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০১৯, ২:২৬ অপরাহ্ণ
বেনাপোলের ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল বারপোতা গ্রাম থেকে সোমবার (৯ ডিসেম্বর) বিকালে ১২০ বোতল ফেন্সিডিলসহ ইমরান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট পুলিশ। আটক ইমরান বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের কামরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে তার বাড়িতে মজুত করেছে । এমন খবরে এসআই পিন্টু লাল দাস ও এ এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.