আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আবু বক্কর নাম এক কৃষক কে মারধর করে আহত করেছে।
জানা গেছে, বক্করের ছেলে মারুফ (১২) স্থানীয় খলিল এর সাথে জেলে কাজ করত, তিনি বিভিন্ন সময় মারুফ কে মারধর করে।
এমন পরিস্থিতিতে ছেলেকে কাজ করতে না দেওয়ায় বাবা আবু বক্কর কে রাস্তায় ফেলে মারধর করে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
আহত আবু বক্কর জানান, আমার ছেলে বিভিন্ন সময়ে খলিলের সাথে কাজ করতো এবং বিভিন্ন অজুহাতে আমার ছেলেকে মারধর করতো এমন খবর পেয়ে আমার ছেলেকে কাজের না দেওয়ার সিদ্ধান্ত নেই এবং আমার ছেলে কাজ নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। মঙ্গলবার আমার ছেলেকে রাস্তায় একা পেয়ে মারছিল এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে খলিল, পিন্টু ও যদু মৃধা সহ ১০/ ১২ জন আমাকে মারধর করলে বেহুঁশ হয়ে যাই।
বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।