আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন এসএসসি-২০০২ ব্যাচ।
শুক্রবার বেলা ১১টায় এসব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন এসএসসি-২০০২ ব্যাচ এর সদস্যরা।
কলাপাড়া উপজেলার এসএসসি-২০০২ সনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বন্ধুবন্ধুত্বের জয় হোক এ স্লোগান নিয়ে এই সংগঠন এসএসসি-২০০২ ব্যাচ। মানবতার কাজে নিয়োজিত এ ব্যাচটি উপজেলায় শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। খাদ্য তালিকায় ছিলেন ডাল, পেঁয়াজ, আলু, তেল, চিনি, দুধ, সেমাই, লবণ ও সাবান। দেশের যেকোন ক্রান্তিলগ্নে এসএসস-২০০২ ব্যাচ মানুষের পাশে থাকবে বলে জানান।