প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ
শার্শার পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু-১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পশ্চিম পাড়ায় মঙ্গলবার (১২মে) সকালে লিচু পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হযরত আলী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হযরত আলী ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল জানান, স্থানীয় মেম্বারের মাধ্যমে জানতে পারি অসাবধানতাবশত বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথেমধ্যে মৃত্যুবরণ করেন। হযরত আলীর মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.