আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ।
রবিবার ৩টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব মিলানায়তনে কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাড.শামিম-আল-সাইফুল সোহাগ কর্মহীন দূস্থ্য অসহায় মানুষদের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অমল মূখার্জী, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ ও সদস্য জুলহাস মোল্লা।
বিতরণ কালে প্রত্যকের হাতে ২প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১প্যাকেট দুধ, ১ প্যাকেট নুডুস প্রভৃতি তুলে দেয়া হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ -সম্পাদক ও সাবেক ছাত্র নেতা অ্যাড. শামিম আল সাইফুল সোহাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের নিদের্শনায় নভেল করোনা ভাইরাসের মধ্যে ধারাবাহিক ভাবে কর্মহীন হয়ে পরা অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।