প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২০, ৭:৩৫ অপরাহ্ণ
নুতন বাড়ীতে বসবাস করা হলো না কৃষক জহিরুলের; বজ্রপাতে মৃত্যু!

আমতলী প্রতিনিধিঃ
নতুন বাড়ীতে বসবাস করা হলো না কৃষক জহিরুল মুন্সির। বজ্রপাত কেড়ে নিল তার প্রাণ। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার টেপুড়া গ্রামে রবিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার টেপুড়া গ্রামের মন্নাফ মুন্সির ছেলে জহিরুল ইসলাম মুন্সি বাবার সংসার থেকে পৃথক হয়ে দক্ষিণ টেপুড়া গ্রামে নতুন বাড়ী নির্মাণ করছিল। রবিবার দুপুরে ওই নতুন বাড়ীতে বাঁশের কাি নিয়ে যাচ্ছিল জহিরুল। পথিমধ্যে মুষলধারে বজ্র বৃষ্টি শুরু হয়। মুহুর্তের মধ্যে বজ্রপাত কৃষক জহিরুলের শরীরে আঘাত হানে। এতে জহিরুলের শরীর জলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে পুরাতন বাড়ীতে নিয়ে আসে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজদের মাঝে চলছে তাকে হারানোর আহাজরি।
বজ্রপাতে মৃত্যু জহিরুলের চাচাতো ভাই রুহুল আমিন মুন্সি বলেন, বাঁশের কাি নিয়ে পুরাতন বাড়ী থেকে নতুন বাড়ীতে যাওয়ার পথে জহিরুল বজ্রপাতে নিহত হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, নিহত পরিবারকে সরকারী ভাবে আর্থিক সহযোগীতা করা হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.