আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা প্রশাসন ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আমতলীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামসুদ্দিন শানু, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ জাকির হোসেন ও মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।