প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২০, ৭:০৮ অপরাহ্ণ
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে সোমবার সকালে একটি রেইন্ট্রি গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছত্তার আকন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার লোদা গ্রামের ছত্তার আকন সোমবার সকালে বাড়ির একটি রেইন্ট্রি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। ডালটি কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তাঁরের উপর ডালটি পরে বিদ্যুতায়িত হয়। ওই ডাল নামাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ছেলে মোশারেফ হোসেন বলেন, গাছের ডাল কাটতে গিয়ে বাবা বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
আমতলী থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.