প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২০, ৮:১৪ অপরাহ্ণ
কলাপাড়ায় বিষপানে কিশোরের আত্মহত্যা

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় বিষপানে রিয়াদ বেপারী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দিনগত রাতে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষপানে কেন আত্মহত্যা করেছে কারণ জানা যায়নি।
রিয়াদ উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নজরুল বেপারীর ছেলে।
জানা যায়, বুধবার দিনগত রাতে বিষপান করে রিয়াদ। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। হাসপতালের কর্মরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই পটুয়াখালী হাসপাতালের জরুরি বিভাগে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষপানে কিশোরের মৃত্যুর খবর শুনেছি, তবে পটুয়াখালী সদর থানার আওতাধীন পড়ায় তারা সব কিছুর ব্যবস্থা করবেন, এছাড়া এ থানায় কোনো অভিযোগ আসেনি।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.