প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২০, ৮:৫৫ অপরাহ্ণ
কলাপাড়ায় দুই ট্যুরিষ্ট পুলিশ সহ নতুন করে তিনজন করোনায় আক্রান্ত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় সারমিন নামে এক মহিলা ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের দুই সদস্য করোনা শনাক্ত হয়েছেন। কনস্টেবল রাব্বিকুল ইসলাম এবং আমিরুল ইসলাম। এর আগে গত ১৮ জুন কনেস্টবল সাঈদ করোনা টেস্টে পজেটিভ হন।
গত ১৩ জুন ও ১৯ জুন তাদের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পাঠালে বৃহস্পতিবার রাত ১০ টায় তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মহিলা সারমিনের বাসা পৌর শহরের নাইয়াপট্রি করোনা নিহত পারভেজের ছোট ভাই রিয়াজের স্ত্রী এবং কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ফারির সদস্য হিসেবে কর্মরত। বর্তমানে তারা তিন জনই কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা সুস্থ্য আছেন বলেও জানা গেছে। কলাপাড়া উপজেলায় এখনও পর্যন্ত ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ২ জন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.