আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলার প্রান্তিক কৃষককের মাঝে উচ্চ ফলনশীল জাতের বীজ ধান বিতরন করা হয়েছে। বায়ার ক্রপ সায়েন্স বেটার ফার্মস-বেটার লাইভস’র উদ্যোগে শনিবার (২৭ জুন) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এজেড-৭০০৬ জাতের ধানের বীজ বিতরন করা হয়।
বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের পরিবেশক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে বীজ বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী। সভায় বক্তব্য রাখেন বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের টেরিটরি ম্যানেজার কাজী মোঃ ওমর ফারুক, এমবি সামাউল হোসেন, রাশেদুল ইসলাম ও কৃষক মোঃ হুমায়ূন কবির প্রমুখ।