সঞ্জিব দাস, গলাচিপাঃ
গলাচিপা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মাহাবুব সিকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মাহাবুব সিকদার হচ্ছেন উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের শানু সিকদারের ছেলে। শানু সিকদার জানান, গত ২৯ জুন ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আসে মাহাবুব সিকদার। সকালে তিনি মৃত্যু বরণ করেন। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুল ইসলাম বলেন, মাহাবুব সিকদারের নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতার সাথে করোনা প্রটোকলে তার দাফন করা হয়েছে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মাহাবুব সিকদার তার নিজ বাড়িতে মারা যায়। নিয়ম মেনে সতর্কতার সাথে তার দাফন সম্পন্ন করা হয়েছে। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম বলেন, করোনা উপসর্গ নিয়ে মাহাবুব সিকদার মারা যাওয়ায় করোনা প্রটোকলেই তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।