আপন নিউজ ডেস্কঃ
পটুয়াখালীতে স্বাস্থ্য সেবিকা, স্বাস্থ্য সহকারী, উপজেলা কৃষি কর্মকর্তা সহ নতুন করে ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। নুতন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, মির্জাগঞ্জের ১০ জন, কলাপাড়ার ৪ জন, দুমকি ও দশমিনা একজন করে অক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৫৬।
এছাড়াও কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করা বিভিন্ন কাজে অংশ নেয়ার জন্য আসা শ্রমিক কর্মচারীসহ ১৭জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে প্রাপ্ত রিপোর্ট অনুসারে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার।
আক্রান্তরা হল রফিকুল ইসলাম, হান্নান মিয়া, মেহেদী হাসান (হোটেল গাজী প্যালেস), আবু বকর, হাফিজুল ইসলাম (রয়েল প্যালেস), রেজাউল করিম
(সমুদ্রবাড়ি রিসোর্ট), সাইফুল ইসলাম, আল-মিজান মিয়া (সাফা ইন কুয়াকাটা), এমএ সুমন আহম্মেদ, আব্দুল কাদের (হোটেল তাজ ওয়েল), জলিল হাওলাদার (সাগরকন্যা), শাহীন আলম (হোটেল আমান ইন কুয়াকাটা), মারুফ হাসান, হারুন, জয়ন্ত, জহিরুল ইসলাম, সোহেল (হোটেল আল-হেরা)। ৭ জুলাই এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুন সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় প্রথম করোন রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল।
২৯ এপ্রিল প্রথম রোগীর মৃত্যু ঘটে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫৬। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪
জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮২ জন।