প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২০, ৫:১৯ অপরাহ্ণ
কলাপাড়ায় মমতা রাইস মিলের মালিক সহ আরও ৮ জনের করোনা শনাক্ত

আপন নিউজ রিপোর্টঃ
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের দুই সদস্য, নৌবাহিনীর এক সদস্য, এক বিশিষ্ট ব্যবসায়ী, একজন ব্যাংক কর্মী, পল্লী বিদ্যুত সমিতির এক কর্মীসহ কলাপাড়ায় নতুন আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এরা হলেন, কলাপাড়ার মমতা রাইস মিলের মালিক রুহুল আমিন হাওলাদার, সায়ের সুলতানা, নৌবাহিনী শেরে বাংলা ঘাটি, বাসুদেব মজুমদার, পল্লী বিদ্যুৎ অফিস, জুয়েল, বিজয় স্বরনী রোড, শাহ আলম, ইটবাড়িয়া, আমিনুল ইসলাম, সোনালী ব্যাংক কলাপাড়া, আসাদুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা ও জাবেদ মোল্লা, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা। শনিবার (১৮ জুলাই) রাতে কলাপাড়া স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
এনিয়ে কলাপাড়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ জন। এর মধ্যে ১৮ জন সুস্থ হয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯১ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৬৫ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। তবে করোনা প্রতিরোধে যানবাহনে কোন ধরনের জীবানু নাশক স্প্রে করা হয়না। নেই উপজেলা প্রশাসন কিংবা স্বাস্থ্যবিভাগের এ সংক্রান্ত সচেতনমূলক কার্যক্রম।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.