মো: এনামুল হক, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে নতুন স্থাপনা তৈরীতে লাগে মোটা অংকের চাঁদা।
এমনি অভিযোগ করেছে এলাকার হয়রানীর শিকার একাধিক পরিবার। শনিবার (২৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, মোঃ নিজাম হাওলাদারের ৮০ বছরের দখলকৃত পৈত্তিক সম্পত্তিতে বসত ঘর নির্মাণ করতে গেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও চাদাঁবাজ মোঃ খলিল মিরা, মোঃ শহিদ আকন, মোঃ জাকির হোসেন তোতা খান ও মোসাঃ লাইজু আক্তার সহ একটি চক্র মোটা অংকের টাকা চাদাঁ দাবী করেন এতে নিজাম হাওলাদার চাঁদা দিতে রাজি না হওয়ায় তার ঘরের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ঐ চক্রটি চাঁদা না পেয়ে নিজাম হাওলাদারের পিতা’র করবস্থানে পিলার স্থাপন করেছেন প্রভাবশালী চাঁদাবাজ চক্র। এছাড়া আরও অভিযোগ রয়েছে বাদুরতলী মৌজা-,জে এল নং- ০৭ দাগ নং- ১২০৬.১২০৯.১২১০ এস এ খতিয়ান- ১৯২.১৯৩.১১২ বসবাস কারী মোঃ জহির উদ্দিন হাওলাদার ৫.২৮ শতাংশ, মোঃ মন্নান ঘড়ামী ২.৬৬ শতাংশ, মোঃ লতিফ ঘড়ামী ২.৬৬ শতাংশ জমির মালিক থাকা সত্তে ভোগ দখলে বাধা গ্রস্থ করছেন ঐ কু-চক্র মহলটি। ভূমিদস্যু ও চাঁদাবাজের হাত থেকে বাচতে চান এলাকাবাসী। জমির মালিক নিজাম হাওলাদার ,জহিরুল ইসলাম, মন্নান ঘড়ামী,লতিফ ঘড়ামী গণমাধ্যমকর্মীদের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন গত ২৮ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় পৈত্তিক সম্পত্তিতে নুতন স্থাপনা তৈরি করতে গেলে চাঁদাবাজ চক্রটি ১০ লক্ষ টাকা অথবা ৩৩ শতাংশ জমি দাবি করে ঘর নির্মাণ বন্ধ করে দেয়। এব্যাপারে জহির উদ্দিন হাওলাদার বাদি হয়ে গত ১৯ জুলাই রোববার কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি. আর ১৮১/২০২০ একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটিতে ৪০ দিনের মধ্যে জুডিসিয়াল তদন্তের জন্য দিন ধায্য করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত জাকির হোসেন তোতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি মিথ্যা ভিক্তিহীন বলে দাবি করেন।