আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান চালিয়ে সাগর নামের এক যুবককে আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে, পৌরশহরের রহমতপুর এলাকায় গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগর (২৩) নামের এক যুবককে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে।
এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলার নং১০। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ আলমগীর হোসেন জানান, রহমতপুর নিবাসী সুলিন চন্দ্র এর পুত্র সাগর দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ক্রেয়- বিক্রেয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগর থানা হাজতে রয়েছে।