আপন নিউজঃ
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ্য বিদায়ী সহ-সম্পাদক, সাবেক ছাত্রলীগ সহ- সভাপতি কলাপাড়ার কৃতি সন্তান এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলা বাসীর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তার।
কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে আছেন ও থাকবেন বলে জানান। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত, কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়, সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানী পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবানী মহান আল্লাহ তায়ালার রহমত স্বরূপ। আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রকাশ করেছেন ঈদুল আজহার উপলক্ষে। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। সবার জীবন হোক মধুময়। ঈদ মোবারক।