
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে আবাসনে কর্মরত বিদ্যুতের ইলেকট্রিশিয়ান হাফেজ গাজী (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
বুধবার(৫ আগষ্ট) বিকালে আনুমানিক ৫ টার দিকে এঘটনা ঘটে। চান্দুপাড়া গ্রামে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত আবাসনের কাজ চলছে। বিদ্যুতের ইলেকট্রিশিয়ানের কাজে কর্মরত ছিলেন তিনি।
আবাসনের তার জড়াতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হলে স্থানীয় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালের নিয়ে আসলে হাসপতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বরগুনার কদমতলার ইটবাড়িয়া আলী আহমেদ গাজীর ছেলে।
স্থানীয় আব্দুল রাজ্জাক হাওলাদার, হাত দিয়ে কারেন্টের তার জোড়া দিচ্ছিলেন, এমন সময় বিদ্যুত পৃষ্ট হলে তাকে উদ্ধার কলাপাড়া হাসপাতাল নিয়ে আসি।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাঃ ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।