আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ার রাবনাবাদ নদীর মোহনা সংলগ্ন আশাখালী পয়েন্টে শাওন শেখ (১৭) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটেছে। উপজেলার ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: ইউনুস দালার জানান, শাওন শেখ ধুলাসারের জাকির বিশ্বাসের ট্রলারে জেলে হিসেবে কাজ করত। রামনাবাদ নদীর আশাখালী পয়েন্টের দক্ষিনপাড়ে ট্রলারটি নোঙর করা ছিল। হঠাৎ ট্রলারটি ছুটে যায়। এসময় ওই ট্রলারের শাওন ট্রলার থেকে নদীতে নেমে রশি টেনে ট্রলাটি কিনারে আনার চেষ্টা করে। এসময় ইলিশ বোঝাই শিপন, জামাল ও মিলনের ট্রলারটি ওই নদী দিয়ে দ্রুত চলিয়ে যাবার সময় পাখার সাথে রশি আটকে শাওন পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা অপর একটি ট্রলারের মাধ্যমে ওই ট্রলারটিকে আটক করে মহিপুর থানা পুলিশকে খবর দেয়। মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিখোজ শাওন শেখের বাদি ফরিদপুর জেলার সালতা উপজেলার আগ্রা ইউনিয়নের মিরকান্দি গ্রামের ৯নং ওয়ার্ডে। তার বাবার নাম মো: জাফর শেখ। এরিপোট লেখা বিকেল ৩টায় শাওনের কোন খোজ মেলেনি।